Ajker Patrika

স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়ে ১ লাখ ৩৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। এরই ধারাবাহিকতায় স্মারক স্বর্ণমুদ্রার দাম প্রতি ইউনিটে ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগে ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। একই সঙ্গে স্মারক রৌপ্যমুদ্রার দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করা হয়েছে। নতুন এ মূল্য গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা। এই দাম বৃদ্ধির প্রেক্ষাপটেই স্মারক স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে, যেগুলোর ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম পর্যন্ত। নতুন মূল্য অনুযায়ী, প্রতিটি স্মারক রৌপ্যমুদ্রার দাম ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত