Ajker Patrika

সারা দেশের পণ্যমূল্য জানাবে ভোক্তা অধিদপ্তরের ‘বাজারদর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা
অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারা দেশের দৈনন্দিন খুচরা পণ্যের দামদর। আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি।

অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা
অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাজারদর অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান বলেন, এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করা হবে।

পণ্যের প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...