Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১৭
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল বৃহস্পতিবার এক আদেশে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুজনকে সহকারী মুখপাত্র করেছে বাংলাদেশ ব্যাংক।
 
দুই সহকারী মুখপাত্র হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।

হুসনে আরা শিখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি। 

পরে বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন। 

এর আগে মেজবাউল হককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের ২৪ জুলাই তাঁকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়। 

তবে তৎকালীন গভর্নর আব্দুর রউফের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় কয়েক দিনের তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত