Ajker Patrika

এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল আরও ২ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০: ৫২
এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল আরও ২ বছর

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়াল সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আবু হেনা রহমাতুল মুনিমকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

ইতিপূর্বে আবু হেনা রহমাতুল মুনিম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনে ৩৪ বছরের বেশি সময় সিভিল সার্ভিসের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন। 

 ২০১৮ সালের ৯ মে থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদ গ্রহণের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব পদে) পদে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত