নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ লাখ ৪ হাজার কোটি টাকা ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এই অঙ্ক ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত লক্ষ্য ছিল ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার কোটি টাকা।
আজ সোমবার বাজেট বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক উৎস থেকে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার ৬০০ কোটি টাকার চেয়ে কম।
জাতীয় সঞ্চয়পত্র থেকেও ঋণগ্রহণের লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের ১৪ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কম।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ব্যাংকঋণের মাধ্যমে ২ লাখ ২১ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির ৪৭ শতাংশ পূরণ করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৪৪ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১২ মে পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৬৮ শতাংশ। বর্তমান প্রবণতা চলমান থাকলে চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষে নিট ঋণ লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ লাখ ৪ হাজার কোটি টাকা ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এই অঙ্ক ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত লক্ষ্য ছিল ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার কোটি টাকা।
আজ সোমবার বাজেট বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক উৎস থেকে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৪ হাজার ৬০০ কোটি টাকার চেয়ে কম।
জাতীয় সঞ্চয়পত্র থেকেও ঋণগ্রহণের লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের ১৪ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কম।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ব্যাংকঋণের মাধ্যমে ২ লাখ ২১ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির ৪৭ শতাংশ পূরণ করা হবে। ২০২৪-২৫ অর্থবছরে এ হার ছিল ৪৪ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১২ মে পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৬ দশমিক ৬৮ শতাংশ। বর্তমান প্রবণতা চলমান থাকলে চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষে নিট ঋণ লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকি বাংলাদেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা ছিল অর্থনীতির জন্য ভয়াবহ এক সতর্কসংকেত। শেষ পর্যন্ত যদি এই শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ না করা হতো, বরং তা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি হতো। তবে এর অভিঘাত হতো বহুমাত্রিক ও ব্যাপক।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়
২ ঘণ্টা আগেবিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৪৮ বিলিয়ন (২৪৭ কোটি ৭৯ লাখ) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা (প্রতি ডলা
২ ঘণ্টা আগেব্যাংকিং খাতকে ঝুঁকিনির্ভর তদারকির আওতায় আনতে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’ (এসপিসিডি) নামে একটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে