নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীর অবৈতনিক সেবামূলক কাজ অর্থাৎ গৃহস্থালির কাজকে স্বীকৃতি দিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার বাজেট বক্তৃতায় তিনি এ আশ্বাস দেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোমমেকার হিসেবে তাঁদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাঁদের এ গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাঁদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে।’
বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত ও অবৈতনিক সেবামূলক কাজের স্বীকৃতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে নারী অধিকার কর্মী ও সংগঠনগুলো।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেন্ডার সমতা অর্জনের জন্য জাতীয় বাজেটে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরাচরিত অর্থনৈতিক সূচকগুলোর কারণে নারীর অবৈতনিক গৃহস্থালি শ্রমের গুরুত্বপূর্ণ অবদান প্রায়শই অদৃশ্য থেকে যায়। এই কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তাঁর প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে। সর্বোপরি ঘরে ও সমাজে তাঁর প্রতি সহিংসতা কমাতে সহায়ক হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক জরিপ অনুযায়ী, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাঁদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৯ গুণ বেশি।
নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও সংস্থা নারীর অবৈতনিক সেবামূলক কাজকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।
নারীর অবৈতনিক সেবামূলক কাজ অর্থাৎ গৃহস্থালির কাজকে স্বীকৃতি দিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার বাজেট বক্তৃতায় তিনি এ আশ্বাস দেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোমমেকার হিসেবে তাঁদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাঁদের এ গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাঁদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে।’
বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত ও অবৈতনিক সেবামূলক কাজের স্বীকৃতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে নারী অধিকার কর্মী ও সংগঠনগুলো।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেন্ডার সমতা অর্জনের জন্য জাতীয় বাজেটে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিরাচরিত অর্থনৈতিক সূচকগুলোর কারণে নারীর অবৈতনিক গৃহস্থালি শ্রমের গুরুত্বপূর্ণ অবদান প্রায়শই অদৃশ্য থেকে যায়। এই কাজের মূল্য নির্ধারণ করে জাতীয় আয় বা জিডিপিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করবে, তাঁর প্রতি বিদ্যমান নেতিবাচক মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে। সর্বোপরি ঘরে ও সমাজে তাঁর প্রতি সহিংসতা কমাতে সহায়ক হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক জরিপ অনুযায়ী, নারীর অবৈতনিক সেবামূলক কাজের আর্থিক মূল্য তাঁদের বেতনভুক্ত শ্রম থেকে প্রাপ্ত আয়ের চেয়ে ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৯ গুণ বেশি।
নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও সংস্থা নারীর অবৈতনিক সেবামূলক কাজকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।
ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ মিনিট আগেবিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের দ্বিতীয় বৃহত্তম সদস্য ইরাক। সম্প্রতি ইরাকে নিজেদের কার্যক্রম বাড়াতে শুরু করেছে চীনের স্বশাসিত তুলনামূলক ছোট ও বেসরকারি তেল কোম্পানিগুলো।
৪১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের হুমকি বাংলাদেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা ছিল অর্থনীতির জন্য ভয়াবহ এক সতর্কসংকেত। শেষ পর্যন্ত যদি এই শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ না করা হতো, বরং তা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আরও বেশি হতো। তবে এর অভিঘাত হতো বহুমাত্রিক ও ব্যাপক।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনায় দেশের পুঁজিবাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়
১০ ঘণ্টা আগে