জাপানের স্বনামধন্য দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসানের এক হয়ে যাওয়ার আলোচনা শুরু হয়েছে। চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রতিদ্বন্দিতার মুখে এই পদক্ষেপ নিচ্ছে কোম্পানি দুটি। এটি জাপানের গাড়ি শিল্পে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত।
আজ সোমবার উভয় কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।
একীভূতকরণ সফল হলে এটি টয়োটা ও ভক্সভাগেনের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা গোষ্ঠী হয়ে উঠবে। পাশাপাশি টেসলা ও চীনের প্রতিদ্বন্দ্বী নির্মাতা বিওয়াইডির মতো আরও দক্ষ প্রতিযোগিদের শক্ত প্রতিদ্বন্দি হয়ে উঠেবে।
জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হোন্ডা ও তৃতীয় নিসানের এই একীভূতকরণ বিশ্বের গাড়িশিল্পে বড় পরিবর্তন আনবে। এর আগে, ২০২১ সালে ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস ও পিএসএ একীভূত হয়ে স্টেলান্টিস গঠন করেছিল।
এ ছাড়া নিসানের শীর্ষ শেয়ারধারী ছোট নির্মাতা মিতসুবিশি মোটরসও এই যৌথ উদ্যোগে যোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। টোকিওতে তিন কোম্পানির প্রধান নির্বাহীরা যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
হোন্ডার সিইও তোশিহিরো মিবে বলেন, ‘চীনা গাড়ি নির্মাতা ও নতুন প্রতিদ্বন্দ্বীদের উত্থান গাড়ি শিল্পে বড় পরিবর্তন এনেছে। ২০৩০ সালের মধ্যে আমরা যদি প্রতিদ্বন্দিতার সক্ষমতা অর্জন করতে না পারলে আমরা পরাজিত হব।’
একীভূতকরণের পর তাঁরা ৩০ ট্রিলিয়ন ইয়েন বিক্রি ও ৩ ট্রিলিয়ন ইয়েনের বেশি পরিচালন মুনাফার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৫ সালের জুনের মধ্যে আলোচনা শেষ করে ২০২৬ সালের আগস্টে একটি হোল্ডিং কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে। ওই সময় উভয় কোম্পানির শেয়ার বাজার থেকে তুলে নেওয়া হবে।
হোন্ডার বর্তমান বাজারমূল্য ৪০ বিলিয়ন ডলারের বেশি, আর নিসানের বাজারমূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। নতুন হোল্ডিং কোম্পানির বোর্ডে অধিকাংশ সদস্য নিযুক্ত করবে হোন্ডা।
মিতসুবিশি মোটরসও এতে যোগ দিলে নতুন এই গোষ্ঠীর বৈশ্বিক গাড়ি বিক্রির পরিমাণ ৮ মিলিয়ন ছাড়াবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়া যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।
গত মাসে চীনা ও মার্কিন বাজারে বিক্রয় কমে যাওয়ায় নিসান ৯ হাজার কর্মী ছাঁটাই ও বৈশ্বিক উৎপাদন ক্ষমতা ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। একই সময়ে হোন্ডাও চীনে বিক্রয় হ্রাসের কারণে প্রত্যাশার চেয়ে খারাপ ফলাফল ঘোষণা করে।
চীনের স্থানীয় ব্র্যান্ড বিওয়াইডি ও অন্যরা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি তৈরিতে উদ্ভাবনী সফটওয়্যার ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এতে হোন্ডা ও নিসান চীনের বাজারে পিছিয়ে পড়ছে।
এদিকে, নিসানের সাবেক চেয়ারম্যান কার্লোস ঘোন হোন্ডা-নিসানের এই একীভূতকরণ সফল হবে বলে মনে করেন না। তিনি বলেন, ‘এই দুই কোম্পানি পরস্পরের পরিপূরক নয়।’
একীভূতকরণ সংক্রান্ত খবরে হোন্ডার শেয়ারের মূল্য ৩ দশমিক ৮ শতাংশ, নিসানের ১ দশমিক ৬ শতাংশ ও মিতসুবিশি মোটরসের ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই দিনে জাপানের নিক্কেইয়ের সূচক ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জাপানের স্বনামধন্য দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসানের এক হয়ে যাওয়ার আলোচনা শুরু হয়েছে। চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রতিদ্বন্দিতার মুখে এই পদক্ষেপ নিচ্ছে কোম্পানি দুটি। এটি জাপানের গাড়ি শিল্পে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত।
আজ সোমবার উভয় কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।
একীভূতকরণ সফল হলে এটি টয়োটা ও ভক্সভাগেনের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা গোষ্ঠী হয়ে উঠবে। পাশাপাশি টেসলা ও চীনের প্রতিদ্বন্দ্বী নির্মাতা বিওয়াইডির মতো আরও দক্ষ প্রতিযোগিদের শক্ত প্রতিদ্বন্দি হয়ে উঠেবে।
জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হোন্ডা ও তৃতীয় নিসানের এই একীভূতকরণ বিশ্বের গাড়িশিল্পে বড় পরিবর্তন আনবে। এর আগে, ২০২১ সালে ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস ও পিএসএ একীভূত হয়ে স্টেলান্টিস গঠন করেছিল।
এ ছাড়া নিসানের শীর্ষ শেয়ারধারী ছোট নির্মাতা মিতসুবিশি মোটরসও এই যৌথ উদ্যোগে যোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। টোকিওতে তিন কোম্পানির প্রধান নির্বাহীরা যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
হোন্ডার সিইও তোশিহিরো মিবে বলেন, ‘চীনা গাড়ি নির্মাতা ও নতুন প্রতিদ্বন্দ্বীদের উত্থান গাড়ি শিল্পে বড় পরিবর্তন এনেছে। ২০৩০ সালের মধ্যে আমরা যদি প্রতিদ্বন্দিতার সক্ষমতা অর্জন করতে না পারলে আমরা পরাজিত হব।’
একীভূতকরণের পর তাঁরা ৩০ ট্রিলিয়ন ইয়েন বিক্রি ও ৩ ট্রিলিয়ন ইয়েনের বেশি পরিচালন মুনাফার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৫ সালের জুনের মধ্যে আলোচনা শেষ করে ২০২৬ সালের আগস্টে একটি হোল্ডিং কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে। ওই সময় উভয় কোম্পানির শেয়ার বাজার থেকে তুলে নেওয়া হবে।
হোন্ডার বর্তমান বাজারমূল্য ৪০ বিলিয়ন ডলারের বেশি, আর নিসানের বাজারমূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। নতুন হোল্ডিং কোম্পানির বোর্ডে অধিকাংশ সদস্য নিযুক্ত করবে হোন্ডা।
মিতসুবিশি মোটরসও এতে যোগ দিলে নতুন এই গোষ্ঠীর বৈশ্বিক গাড়ি বিক্রির পরিমাণ ৮ মিলিয়ন ছাড়াবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার হুন্দাই-কিয়া যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।
গত মাসে চীনা ও মার্কিন বাজারে বিক্রয় কমে যাওয়ায় নিসান ৯ হাজার কর্মী ছাঁটাই ও বৈশ্বিক উৎপাদন ক্ষমতা ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। একই সময়ে হোন্ডাও চীনে বিক্রয় হ্রাসের কারণে প্রত্যাশার চেয়ে খারাপ ফলাফল ঘোষণা করে।
চীনের স্থানীয় ব্র্যান্ড বিওয়াইডি ও অন্যরা বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি তৈরিতে উদ্ভাবনী সফটওয়্যার ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। এতে হোন্ডা ও নিসান চীনের বাজারে পিছিয়ে পড়ছে।
এদিকে, নিসানের সাবেক চেয়ারম্যান কার্লোস ঘোন হোন্ডা-নিসানের এই একীভূতকরণ সফল হবে বলে মনে করেন না। তিনি বলেন, ‘এই দুই কোম্পানি পরস্পরের পরিপূরক নয়।’
একীভূতকরণ সংক্রান্ত খবরে হোন্ডার শেয়ারের মূল্য ৩ দশমিক ৮ শতাংশ, নিসানের ১ দশমিক ৬ শতাংশ ও মিতসুবিশি মোটরসের ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই দিনে জাপানের নিক্কেইয়ের সূচক ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ সময় তিনি এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর জন্য পাঁচটি কারণ বা যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—১. ভালো বাণিজ্য দর-কষাকষির জন্য, ২. তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্য আনা, ৩. শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ৪. বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ৫. প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু সহনশীলতা টেকসই করা।
৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এর পর থেকে গতকাল বুধবার পর্যন্ত প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
৪ ঘণ্টা আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টারলিং ও ইউরোর দামও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা সম্প্রসারণে ঝুঁকছে চীনা কোম্পানিগুলো। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে বিনিয়োগের নতুন ঢল নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে