পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে (BRICS) যোগ দিতে অসংখ্য দেশ আগ্রহ দেখাচ্ছে। জোটটি নতুন সদস্যপদের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের আবেদন পেয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল শুকলাল।
আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করতে আগ্রহী দেশগুলো ব্রিকসের মুদ্রা গ্রহণেও ইচ্ছা প্রকাশ করছে।
নতুন মুদ্রা তৈরির সিদ্ধান্ত সব দেশের সম্মতিতে বাস্তবায়িত হবে। আগামী আগস্টে আসন্ন জোটের শীর্ষ সম্মেলনে পাঁচটি দেশ দ্বারা পাস হওয়ার কথা রয়েছে। ১৫তম ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে চলেছে।
এ পর্যন্ত মোট ৪৪টি দেশ ব্রিকস জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি দেশ রয়েছে, যারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে এবং অন্য ২২টি যারা অনানুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে।
রাষ্ট্রদূত শুকলাল নিশ্চিত করেন, ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। সমানসংখ্যক দেশ অনানুষ্ঠানিক পন্থায়।
রয়টার্সের মতে, রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, জোটে যোগ দিতে চাওয়া নতুন দেশগুলোর এই প্রবণতা এক বছরেরও বেশি সময় ধরে চলছে।
শুকলাল বলেন, ‘ব্রিকসের দরজায় এই ধাক্কা নতুন কিছু নয়।’ শুকলাল আরও উল্লেখ করেন, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো আনুষ্ঠানিকভাবে সদস্য হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বেশ ওজনদার দেশ।
আসন্ন শীর্ষ সম্মেলনে ব্রিকসের নতুন সদস্যপদের অনুমোদনের বিষয়ে আলোচনা হবে। বছরের শেষ নাগাদ গ্রুপটির নাম BRICS+ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা হবে সম্মেলনে। এই উন্নয়ন জোটটিকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। এটি মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে (BRICS) যোগ দিতে অসংখ্য দেশ আগ্রহ দেখাচ্ছে। জোটটি নতুন সদস্যপদের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের আবেদন পেয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল শুকলাল।
আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করতে আগ্রহী দেশগুলো ব্রিকসের মুদ্রা গ্রহণেও ইচ্ছা প্রকাশ করছে।
নতুন মুদ্রা তৈরির সিদ্ধান্ত সব দেশের সম্মতিতে বাস্তবায়িত হবে। আগামী আগস্টে আসন্ন জোটের শীর্ষ সম্মেলনে পাঁচটি দেশ দ্বারা পাস হওয়ার কথা রয়েছে। ১৫তম ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে চলেছে।
এ পর্যন্ত মোট ৪৪টি দেশ ব্রিকস জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি দেশ রয়েছে, যারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে এবং অন্য ২২টি যারা অনানুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে।
রাষ্ট্রদূত শুকলাল নিশ্চিত করেন, ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। সমানসংখ্যক দেশ অনানুষ্ঠানিক পন্থায়।
রয়টার্সের মতে, রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, জোটে যোগ দিতে চাওয়া নতুন দেশগুলোর এই প্রবণতা এক বছরেরও বেশি সময় ধরে চলছে।
শুকলাল বলেন, ‘ব্রিকসের দরজায় এই ধাক্কা নতুন কিছু নয়।’ শুকলাল আরও উল্লেখ করেন, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো আনুষ্ঠানিকভাবে সদস্য হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বেশ ওজনদার দেশ।
আসন্ন শীর্ষ সম্মেলনে ব্রিকসের নতুন সদস্যপদের অনুমোদনের বিষয়ে আলোচনা হবে। বছরের শেষ নাগাদ গ্রুপটির নাম BRICS+ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা হবে সম্মেলনে। এই উন্নয়ন জোটটিকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। এটি মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপে ব্যবসায়ীরা যখন অস্থির, ঠিক সে সময় চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ বাড়ানোর প্রস্তাব এসেছে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ (মাশুল) ৭০ থেকে ১০০ শতাংশ ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ ২৯ থেকে ১০০ শতাংশ...
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা; যেখানে প্রতিদিন বই-খাতা হাতে শিশুরা আসে স্বপ্ন বুনতে, ভবিষ্যতের পথ গড়তে। সেই চেনা প্রাঙ্গণ হঠাৎ রূপ নিয়েছে এক মর্মান্তিক ধ্বংসস্তূপে। ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর।
৮ ঘণ্টা আগেবিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
১১ ঘণ্টা আগেরাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
১৪ ঘণ্টা আগে