ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে যমুনা সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় চার-পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরাতে সময় লাগায় যানজট দীর্ঘ হয়।
শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় দেখা যায়, সড়কে থেমে থেমে চলছে যানবাহন। তীব্র গরমে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে সকাল ৮টার পর থেকে কিছুটা স্বস্তি মেলে, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’
যমুনা সেতু থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতের সংঘর্ষে পিকআপ ও ট্রাকের দুর্ঘটনার পর থেকেই সেতু এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ২০ কিলোমিটারজুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর উভয় অংশে কয়েক দফায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রাখা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত অপসারণের পর টোল আদায় আবার চালু করা হয়। আশা করছি, কিছু সময়ের মধ্যেই যানজট পুরোপুরি কমে আসবে।’
টাঙ্গাইলে যমুনা সেতুর ওপর পরপর কয়েকটি দুর্ঘটনায় চার-পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রী ও চালকেরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার থেকে পাঁচটি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরাতে সময় লাগায় যানজট দীর্ঘ হয়।
শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় দেখা যায়, সড়কে থেমে থেমে চলছে যানবাহন। তীব্র গরমে দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তবে সকাল ৮টার পর থেকে কিছুটা স্বস্তি মেলে, গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ধীরগতিতে যানবাহন চলছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’
যমুনা সেতু থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতের সংঘর্ষে পিকআপ ও ট্রাকের দুর্ঘটনার পর থেকেই সেতু এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ২০ কিলোমিটারজুড়ে গাড়ির ধীরগতি দেখা যায়। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর উভয় অংশে কয়েক দফায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রাখা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত অপসারণের পর টোল আদায় আবার চালু করা হয়। আশা করছি, কিছু সময়ের মধ্যেই যানজট পুরোপুরি কমে আসবে।’
চাকরি স্থায়ী করাসহ সাত দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজশাহী কার্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের লক্ষ্মীপুর এলাকায় সড়ক ভবনের ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
২৯ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
৪০ মিনিট আগেখুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
১ ঘণ্টা আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগে