Ajker Patrika

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ করা ট্রাক। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ করা ট্রাক। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি তিনটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারার চর কেটে বালু ও মাটি বিক্রি করে আসছে একটি চক্র। এ ঘটনায় মঙ্গলবার রাতে ইউএনও রুহুলের নেতৃত্বে একদল আনসার সদস্য চরে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু বিক্রির দায়ে মতিউর রহমানকে ৫০ হাজার টাকা এবং অবৈধভাবে মাটি বিক্রির দায়ে হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও রুহুল বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত