Ajker Patrika

শাবিপ্রবিতে ফুটবল খেলা নিয়ে দুই দলের সমর্থকদের মারামারি, আহত ৩ 

শাবিপ্রবি প্রতিনিধি
Thumbnail image

আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনালে লোকপ্রশাসন ও পরিসংখ্যান বিভাগের ম্যাচ শেষে এই ঘটনা ঘটে।

মারামারিতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বৈপায়ন কৃষ্ণ অনন্য, তায়েস সুক ইমাম আল রাজী ও মো. তরিকুল ইসলাম।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টাইব্রেকারে প্রথম তিন শটে তিনটি গোল করে পরিসংখ্যান বিভাগের দল। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের দল তিন শটে গোল করতে ব্যর্থ হলে পরিসংখ্যান বিভাগের খেলোয়াড় এবং শিক্ষার্থীরা মাঠে ঢুকে জয় উদ্‌যাপন করতে থাকেন। এ সময় উদ্‌যাপন করা এক শিক্ষার্থীর পায়ে পা লেগে আঘাত পেয়ে লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থীর কথা কাটা-কাটি থেকে হাতাহাতি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁদের আলাদা করে দেয়। পরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ঢিল এবং লাঠি হাতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন। এ সময় মারামারিতে পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দ্বৈপায়ন ও তায়েসকে এমএজি ওসমানী মেডিকেল নেওয়া হয়েছে এবং তরিকুলের হাতের আঙুল ভেঙে গেছে।

শাবিপ্রবির খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির মতো কিছু একটা হয়। এরপরেই তাঁদের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে আমরা গিয়ে তাঁদেরকে সরিয়ে দিই। আহত দুই শিক্ষার্থীকে আমরা মেডিকেলে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত