শাবিপ্রবি প্রতিনিধি
আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনালে লোকপ্রশাসন ও পরিসংখ্যান বিভাগের ম্যাচ শেষে এই ঘটনা ঘটে।
মারামারিতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বৈপায়ন কৃষ্ণ অনন্য, তায়েস সুক ইমাম আল রাজী ও মো. তরিকুল ইসলাম।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টাইব্রেকারে প্রথম তিন শটে তিনটি গোল করে পরিসংখ্যান বিভাগের দল। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের দল তিন শটে গোল করতে ব্যর্থ হলে পরিসংখ্যান বিভাগের খেলোয়াড় এবং শিক্ষার্থীরা মাঠে ঢুকে জয় উদ্যাপন করতে থাকেন। এ সময় উদ্যাপন করা এক শিক্ষার্থীর পায়ে পা লেগে আঘাত পেয়ে লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থীর কথা কাটা-কাটি থেকে হাতাহাতি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁদের আলাদা করে দেয়। পরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ঢিল এবং লাঠি হাতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন। এ সময় মারামারিতে পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দ্বৈপায়ন ও তায়েসকে এমএজি ওসমানী মেডিকেল নেওয়া হয়েছে এবং তরিকুলের হাতের আঙুল ভেঙে গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির মতো কিছু একটা হয়। এরপরেই তাঁদের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে আমরা গিয়ে তাঁদেরকে সরিয়ে দিই। আহত দুই শিক্ষার্থীকে আমরা মেডিকেলে পাঠিয়েছি।’
আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনালে লোকপ্রশাসন ও পরিসংখ্যান বিভাগের ম্যাচ শেষে এই ঘটনা ঘটে।
মারামারিতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বৈপায়ন কৃষ্ণ অনন্য, তায়েস সুক ইমাম আল রাজী ও মো. তরিকুল ইসলাম।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টাইব্রেকারে প্রথম তিন শটে তিনটি গোল করে পরিসংখ্যান বিভাগের দল। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের দল তিন শটে গোল করতে ব্যর্থ হলে পরিসংখ্যান বিভাগের খেলোয়াড় এবং শিক্ষার্থীরা মাঠে ঢুকে জয় উদ্যাপন করতে থাকেন। এ সময় উদ্যাপন করা এক শিক্ষার্থীর পায়ে পা লেগে আঘাত পেয়ে লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থীর কথা কাটা-কাটি থেকে হাতাহাতি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁদের আলাদা করে দেয়। পরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ঢিল এবং লাঠি হাতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন। এ সময় মারামারিতে পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দ্বৈপায়ন ও তায়েসকে এমএজি ওসমানী মেডিকেল নেওয়া হয়েছে এবং তরিকুলের হাতের আঙুল ভেঙে গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির মতো কিছু একটা হয়। এরপরেই তাঁদের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে আমরা গিয়ে তাঁদেরকে সরিয়ে দিই। আহত দুই শিক্ষার্থীকে আমরা মেডিকেলে পাঠিয়েছি।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৯ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩১ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে