Ajker Patrika

প্রধানমন্ত্রী চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন: ব্যারিস্টার সুমন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ২১: ৪৯
প্রধানমন্ত্রী চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরেই চা-পাতার মূল্য বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের প্রতি দুর্বল। তিনি তাঁদের নিজের আপন মানুষের মতো ভালোবাসেন। তাই তিনি চা-পাতার ন্যায্যমূল্য দিয়েছেন।’ 

মে দিবস উপলক্ষে আজ বুধবার হবিগঞ্জের চুনারুঘাট বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার সুমন বলেন, ‘চা-শ্রমিকদের জন্য কালো আইন করে মালিকেরা আর নির্যাতন-নিপীড়ন করতে পারবেন না।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য দেবেন বলে জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চা-বাগান আঞ্চলিক সভাপতি দেবদাস, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুহেল আহমেদ, বদরুল আলম, শ্রীকান্ত আহির, পাপ্পু লাহিড়ী, সন্তুষ তাতী মেম্বার, উজ্জ্বল দত্ত প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে একটি র‍্যালি চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত