Ajker Patrika

বিপন্ন বনছাগলটি কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৬
বিপন্ন বনছাগলটি কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত

সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের অধীন শক্তিয়ারখলা বিটের ঢুলারা বিজিবি ক্যাম্প এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির বনছাগলটি অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে এটি অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার বিরল প্রজাতির এই বনছাগলটি উদ্ধার করা হয়।

রেড সেরো প্রজাতির বনছাগলটি লম্বায় ৪ ফুট, উচ্চতায় ৩.৫ ফুট। স্থানীয়দের সহযোগিতায় গত মঙ্গলবার এটি উদ্ধার করে বন বিভাগ। পরে রাতেই ছাগলটি সিলেট বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়। পরে গতকাল রাতে এটি কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘প্রাণীটাকে আমরা অনেক খাবার দিয়েছিলাম। কিন্তু সে পানি ছাড়া অন্য কিছু খায়নি। এ জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে বনে অবমুক্ত করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া বনছাগলটি গতকাল রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত