Ajker Patrika

হাওরে নৌকাডুবিতে সহোদর ৩ ভাইবোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭: ০১
হাওরে নৌকাডুবিতে সহোদর ৩ ভাইবোনের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলায় হাওরে পানিতে ডুবে সহোদর তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া ও তাঁর স্ত্রী কিস্তির টাকা আনার জন্য উপজেলা সদরে যান। এ সময় গোবিন্দপুর হাওরের মধ্যে অবস্থিত বাড়িতে তাঁদের তিন শিশুসন্তান ঝড়বৃষ্টি ও পানি বৃদ্ধি দেখে ভয়ে ভাঙা একটি ছোট ডিঙিতে করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে যাওয়ায় সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। তখন সোহেল মিয়ার ১৩ বছরের কন্যা মারজানা আক্তার, ৮ বছরের কন্যা ফারজানা আক্তার ও ৪ বছরের ছেলে রবিন নৌকা উল্টে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত