Ajker Patrika

পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, এএসপিসহ আহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৮: ২৪
পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, এএসপিসহ আহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজোড়া নামক স্থানে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এএসপিসহ চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী, তাঁর দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩)। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেজোড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই অপর দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের চালক পালিয়ে যান। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত