হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকার একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নির্মলেন্দু দাশ রানা এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। এ সময় ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন নির্মলেন্দু দাশ রানাকে আটক করেন। পরে তাঁকে রাস্তায় নিয়ে বেধড়ক কিলঘুষি মারা হয়।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়।
২০১৪ সালে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে এবং আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা করেন জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা। পরে মামলা আপসের মাধ্যমে মোটা অঙ্কের লেনদেনের গুঞ্জন ছড়ায়। এরপর জামায়াত নেতা আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে আটক করে পুলিশে দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নিচ্ছি।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকার একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নির্মলেন্দু দাশ রানা এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। এ সময় ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন নির্মলেন্দু দাশ রানাকে আটক করেন। পরে তাঁকে রাস্তায় নিয়ে বেধড়ক কিলঘুষি মারা হয়।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়।
২০১৪ সালে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে এবং আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা করেন জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা। পরে মামলা আপসের মাধ্যমে মোটা অঙ্কের লেনদেনের গুঞ্জন ছড়ায়। এরপর জামায়াত নেতা আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে আটক করে পুলিশে দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নিচ্ছি।’
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, "আমরা সড়ক অবরোধ ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, তাই এখনই প্রতিরোধে গেলে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে তাঁরা আপাতত
১৩ মিনিট আগে“আমরা দুই বোন ও এক ভাই। বাবা শ্রমিকের কাজ করে আমাদের পাঁচ সদস্যের পরিবারের ভরণ-পোষণ করতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী বিল্লাল গাজীর কৃষি জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাত ১০টা ১৫ মিনিটে বাড়ির পাশের একটি কৃষি মাঠে বাবার মরদেহ পড়ে থাকতে দেখি।
১৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে মাথায় লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দিয়ে বাজারে চাঁদাবাজির ঘটনায় সেই বহিস্কৃত যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বৃন্দাবন এলাকা
২৫ মিনিট আগেনিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।
৩০ মিনিট আগে