Ajker Patrika

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গতকাল রাতেই নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। 

নিহত দিলোয়ার হোসেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে। 

মামলার আসামিরা হলেন গ্রেপ্তারকৃত উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তাঁর বাবা চান মিয়া (৫৬)। অপর আসামি হলেন চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগির কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নারে হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত