বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতেই নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নিহত দিলোয়ার হোসেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
মামলার আসামিরা হলেন গ্রেপ্তারকৃত উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তাঁর বাবা চান মিয়া (৫৬)। অপর আসামি হলেন চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগির কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নারে হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতেই নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
নিহত দিলোয়ার হোসেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল সাদীর পাড়া গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
মামলার আসামিরা হলেন গ্রেপ্তারকৃত উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১), তাঁর বাবা চান মিয়া (৫৬)। অপর আসামি হলেন চান মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)। তাঁকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামের চান মিয়ার মুরগির কয়েকটি বাচ্চা দিলোয়ার হোসেনের বাড়ির উঠানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে চান মিয়ার মেয়ে শামছুন্নারে হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ার হোসেনের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলে দিলোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
৩২ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগে