Ajker Patrika

মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১ 

হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১ 

হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ কুমারের গোয়ালঘর থেকে এটিকে উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কষ্টিপাথর পাচারের মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অরুণ কুমার গোয়ালা। তিনি উপজেলার উত্তর সুরমা গ্রামের অনুকূল কুমার গোয়ালার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অরুণ কুসার গোয়ালার ঘরে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ রয়েছে বলে খবর পায় পুলিশ। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরে লুকানো অবস্থায় শিবলিঙ্গটি পাওয়া যায়। 

আব্দুর রাজ্জাক বলেন, শিবলিঙ্গটির ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা। 

ওসি বলেন, অরুণ কুমার পুলিশকে জানিয়েছেন তিন বছর আগে নিজ বাড়িতে মাটি খুঁড়ে কষ্টিপাথরটি পেয়েছেন। এরপর থেকেই এটি তাঁর কাছে সংরক্ষিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত