Ajker Patrika

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র জমা

সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র জমা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন তাঁরা।

পদত্যাগপত্র জমা দেওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা হলেন প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক (ছাত্র উপদেষ্টা) অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান।

মনিরুল ইসলাম বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ কী কারণে পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘আমি একদিকে বিভাগীয় প্রধান, অপরদিকে ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও ৮-১০টি কমিটিতে আছি। এক সঙ্গে এসব কিছু পালন করতে গিয়ে নিজের পরিবারকেও সময় দিতে পারছি না। কাজের চাপও বেশি। তাই একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করা কষ্টকর। সে জন্য আমি ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালকের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বলেন, ‘তাঁরা বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে এখনো এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত