Ajker Patrika

অনিয়মের অভিযোগে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর বরখাস্ত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
অনিয়মের অভিযোগে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর বরখাস্ত

অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে করা, শহর সমন্বয় (টিএলসিসি) কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেওয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা না করে শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানে ময়লা–আবর্জনা ডাম্পিং সংক্রান্ত অভিযোগ তদন্তে মেয়রের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এ ছাড়া গত ২৪ জুন মেয়র মুহিবুর রহমান স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া যুক্তরাজ্যে গমন করেন। 

মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তে প্রমাণ হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়র এর পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মেয়র মুহিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ষড়যন্ত্রকারী মহল প্রভাবশালী ওপরওয়ালা নেতা কর্তৃক প্রভাবিত হয়ে স্বীয় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অন্যায় ও বেআইনিভাবে আমাকে মেয়র পদ থেকে অপসারণে মেতে উঠেছে। কোনো অবস্থাতেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমি আইনের আশ্রয় নিব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত