Ajker Patrika

সিলেটে মালামাল ডেলিভারি করতে গিয়ে যুবক খুন

সিলেট প্রতিনিধি
সিলেটে মালামাল ডেলিভারি করতে গিয়ে যুবক খুন

সিলেটে পাঠাও কুরিয়ারের মালামাল ডেলিভারি করতে গিয়ে ছুরিকাঘাতে আবুল হাসান সাবিল (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের মানিকপীর টিলায় এই ঘটনা ঘটে। তিনি জেলার জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। থাকতেন সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে।

মানিকপীর টিলা কবরস্থানের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘দুপুরে এক বয়স্ক লোক জানান যে, ওপরে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে লাশ দেখতে পাই। আশপাশের লোকজন জানিয়েছে, দুই যুবকের মারামারিতে তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহত যুবকের মামা পাঠাওয়ে মালামাল ডেলিভারির কাজ করতেন। মামার কিছু মালামাল ডেলিভারি করার জন্য তিনি গিয়েছিলেন। মানিকপীর টিলার কাছে মালামাল ছিনিয়ে নিয়ে তাঁকে খুন করেছে দুর্বৃত্তরা। আমরা চেষ্টা করছি, কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে।’

ওসি আরও বলেন, লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ঘটনাস্থল থেকে পাঠাও কুরিয়ারের কাজে ব্যবহার করা সাইকেল, নিহত যুবকের মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত