Ajker Patrika

সিলেটে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর বৃদ্ধের ‘আত্মহত্যা’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ২০: ২৮
Thumbnail image

সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর ছায়াদ মিয়া (৫২) নামের এক বৃদ্ধ ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছায়াদ মিয়া উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার মেম্বারের ছেলে। তিনি চার বছর ধরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি কামারগাঁও এলাকায় থাকতেন। এক বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।

পুলিশ আরও জানায়, আজ ভোরে ছায়াদ মিয়া বঁটি দিয়ে তাঁর ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে সেই বঁটি দিয়ে নিজের গলায় ও পেটে আঘাত করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছায়াদের স্ত্রী শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত