Ajker Patrika

১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ০৮
১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ১ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপটির ওজন ১৫ কেজি বলে জানান লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে। 

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সকালে অবমুক্ত করা হয়েছে। 

অজগর সাপ চা বাগানে আসার কারণ বিষয়ে বন বিভাগ থেকে জানায়, খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয় অন্য প্রাণীরাও এভাবে চলে আসে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত