Ajker Patrika

বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৩ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৩
বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৩ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম সাগর (২৪)।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ উপজেলার ইছগাঁও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি করে। এ সময় বাসটির পণ্য রাখার স্থান থেকে ১৭ বস্তা ভারতীয় ফুচকা, হরলিকস ও কোল্ড ড্রিংকস জব্দ করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে পণ্য এনে ঢাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর ও নজির হোসেনসহ বাসের সুপারভাইজার ফরহাদ আলম সাগরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, বাসটিকেও জব্দ করা হয়েছে। তবে বাসে থাকা বাকি যাত্রীদের অন্য গাড়িতে ঢাকায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত