Ajker Patrika

হঠাৎ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৮ মে ২০২৩, ২১: ০২
হঠাৎ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ রোববার সকালে মেয়র আরিফের কুমারপাড়ার বাসভবনে গিয়ে উপস্থিত হন তিনি। তাঁকে স্বাগত জানান মেয়র আরিফ ও তাঁর স্ত্রী শ্যামা হক।

এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আরিফুল হকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। ২০ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন তিনি। 

ইভিএম পদ্ধতিতে ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়। আজ আপিলের শেষ তারিখ ছিল। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত