সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই দুজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ সোমবার ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন-নতুন কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের রুম দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের এই দুই নেতা ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় দুই দফা সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন বলেন, গতকাল একটি হলের সিট দখল নিয়ে জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়। পরে আমরা রাতে বসে এটার সমাধানও করেছিলাম। আজ সবার মতো আমিও ফেসবুকে বহিষ্কারের বিষয়ে দেখি। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কিছু প্রশ্রয় দেয় না। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের যেকোনো ডিসিশন মেনে নিতে প্রস্তুত। কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর বহিষ্কারাদেশের ব্যাপারে যেরকম প্রক্রিয়া অবলম্বন করা লাগে, আমি তা করব।
এ ব্যাপারে সিকৃবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সঙ্গে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। তবে গতকাল হলের সিট সংক্রান্ত ঝামেলার আমরা ইতিমধ্যে সমাধানও করেছিলাম। এরইমধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে এমন ঘোষণা এসেছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।
জানা গেছে, গত শুক্রবার রাতে সিকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই দুজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ সোমবার ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন-নতুন কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের রুম দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের এই দুই নেতা ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় দুই দফা সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন বলেন, গতকাল একটি হলের সিট দখল নিয়ে জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়। পরে আমরা রাতে বসে এটার সমাধানও করেছিলাম। আজ সবার মতো আমিও ফেসবুকে বহিষ্কারের বিষয়ে দেখি। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কিছু প্রশ্রয় দেয় না। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের যেকোনো ডিসিশন মেনে নিতে প্রস্তুত। কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর বহিষ্কারাদেশের ব্যাপারে যেরকম প্রক্রিয়া অবলম্বন করা লাগে, আমি তা করব।
এ ব্যাপারে সিকৃবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সঙ্গে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। তবে গতকাল হলের সিট সংক্রান্ত ঝামেলার আমরা ইতিমধ্যে সমাধানও করেছিলাম। এরইমধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে এমন ঘোষণা এসেছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।
জানা গেছে, গত শুক্রবার রাতে সিকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
৬ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
২৭ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে