Ajker Patrika

মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে মশারি টানিয়ে প্রতিবাদ

সিলেট প্রতিনিধি
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে মশারি টানিয়ে প্রতিবাদ

মশা নিধনে বাস্তবভিত্তিক ও সুদূরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টানিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) অভিমুখে শোভাযাত্রা করেছে সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার নেতারা। আজ বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু করেন নেতারা। এ সময় তাঁরা সিসিকের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। তিনি বলেন, যে সময়ই মশার উপদ্রব বাড়ে, নগর কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে নগরীকে মশামুক্ত করা। কিন্তু সম্প্রতি মশার উৎপাত খুব বাড়লেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সিসিক। দ্রুত কার্যক্রম পদক্ষেপ গ্রহণ না করলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা। এ অবস্থায় সিসিক কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কর্মসূচির আয়োজক সংস্থার উপদেষ্টা মো. রজব আলী দেওয়ান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত