Ajker Patrika

সুনামগঞ্জে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৯৭

প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৯৭

সুনামগঞ্জে একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪৭টি নমুনার বিপরীতে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তদের মাঝে সুনামগঞ্জ সদরে ৫৭ জন, দোয়ারাবাজারে ৪ জন, বিশ্বম্ভরপুরে ১ জন, তাহিরপুরে ২ জন, জামালগঞ্জে ৭ জন, ছাতকে ৭ জন, জগন্নাথপুরে ১৬ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন ও শাল্লায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও আরও তিনজন মারা গেছেন।

জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে ছিলেন ১৫০৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮০২ জন, দোয়ারাবাজার ৪১ জন, বিশ্বম্ভরপুর ৫৪ জন, তাহিরপুরে ১৪৩ জন, জামালগঞ্জে ৮৪ জন, দিরাইয়ে ৭৫ জন, ধর্মপাশায় ৩২ জন, ছাতকে ১৩৯ জন, জগন্নাথপুর ৯২ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২৩ জন ও শাল্লায় ২২ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৫৫ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত