Ajker Patrika

সিলেটে চিরকুটসহ যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২২: ২৪
সিলেটে চিরকুটসহ যুবকের মরদেহ উদ্ধার 

‘কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন।’ –লেখা চিরকুটসহ সিলেটে এক যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পকেট থেকে এই চিরকুট উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট নগরের ভাতালিয়া এলাকার ৫০ নম্বর বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত শাহীন আহমদ (৩৫) ওই এলাকার প্রয়াত হিরণ মিয়ার ছেলে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’ ধারণা করছে। উদ্ধার হওয়া চিরকুটের লেখা শাহীনের কি না, যাচাই করে দেখছে পুলিশ। শাহীন রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন। সবার ছোট শাহীন দুই বোনের সঙ্গে ভাতালিয়া এলাকার ওই বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিজ ঘরে শাহীনের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শাহীনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। এ সময় জামার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমি শাহীন আহমদ। কাহার উপর রাগ বা গোস্বা করিয়া আত্মহত্যা করি নাই। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনেরও কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন। ইতি সবার অবাধ্য শাহীন আহমদ।’ 

শাহীনের বড় ভাই মুহিব উদ্দিন বিয়ের পর স্ত্রীকে নিয়ে সিলেট নগরের শামীমাবাদ এলাকায় আলাদা বাসায় থাকেন। তিনি জানান, ভাইবোনদের মধ্যে শাহীন এবং দুই বোন একসঙ্গে ভাতালিয়া পৈতৃক বাসায় থাকতেন। তাঁরা তিনজনই অবিবাহিত। আরেক ভাই শামীম আহমদ গাড়িচালক, তিনি ফেনীতে বিয়ে করেছেন। সেখানে তাঁর পরিবার রয়েছে। সিলেটে শামীমও আলাদা বাসায় থাকেন। সপ্তাহে ফেনীতে যাওয়া-আসা করেন। 

মুহিব উদ্দিন বলেন, আলাদা থাকলেও ভাই ও বোনকে দেখাশোনা করতে ভাতালিয়া এলাকার ওই বাসায় যাওয়া-আসা করি। গত রোববারও শাহীনের সঙ্গে কথা হয়েছিল। সে সময় তাঁকে কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন কিংবা তেমন কিছু দেখিনি। ময়নাতদন্ত শেষে নগরের ভাতালিয়া এলাকার কবরস্থানে শাহীনকে দাফন করা হয়েছে।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শাহীনের ভাই-বোনরা বলছেন, চিরকুটের লেখাটি তাঁরই। তবুও আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেব।’ 

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ‘আত্মহত্যা’ হিসেবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া চিরকুট শাহীনের লেখা কি না, তা যাচাই করা হবে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত