নিজস্ব প্রতিবেদক, সিলেট
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
আজ মঙ্গলবার সিলেট সফরে এসে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রশ্নে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক দিনের সফরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও সেখানকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। বিকেলে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
আজ মঙ্গলবার সিলেট সফরে এসে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রশ্নে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক দিনের সফরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও সেখানকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। বিকেলে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
২১ মিনিট আগেখুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দুই পরিবারের নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশের বাসায়...
১ ঘণ্টা আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী বুধবার (৫ মার্চ)। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করবেন। গত ১৮ ফেব্রুয়ারি মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।
১ ঘণ্টা আগে