Ajker Patrika

সিলেটে ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৬ জুন ২০২৪, ২১: ৩৫
সিলেটে ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ

সিলেটে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। সিলেটে জব্দকৃত এটিই চিনির সবচেয়ে বড় চালান।

পুলিশ জানায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সাতটি গাড়ির চিনির বস্তা গুনে নামানো হয়েছে। প্রতি ট্রাকে ১৫০টি বস্তা রয়েছে। আরও সাতটি ট্রাকের চিনির বস্তা গণনার বাকি আছে। চিনির গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। আমাদের তদন্তকাজ চলছে।’ 

আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করেছি।’

এসএমপির জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত