Ajker Patrika

শাবিপ্রবিতে সংঘর্ষ: ছাত্রলীগের ৮ নেতা-কর্মী হল থেকে বহিষ্কার 

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ২০: ১৩
Thumbnail image

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোব্বাশ্বির বাঙালি, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন নাইম, একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৈমুর সালেহিন তাউস, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসান হৃদয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ মার্চ ২০২৪ তারিখ বিকেলে সংঘটিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নোক্ত শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হল। বহিষ্কার আদেশ বহাল থাকাকালে অন্য কোনো হলেও তারা প্রবেশ করতে পারবে না।’

জানা গেছে, ৮ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানসহ অন্য গ্রুপের অনুসারীদের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত