Ajker Patrika

হবিগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ৫

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় পাঁচ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় পাঁচ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতা মহসিন মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরও একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘেরাও করে আটক করে।

এর আগে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের থানার কাছে বিএনপির দুই নেতা ডাকাতের কবলে পড়েন। তাঁদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত