নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১ সেকেন্ড আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩১ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৮ মিনিট আগে