Ajker Patrika

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল বিজিবি

সিলেটের সুনামগঞ্জ জেলার দুর্গম সীমান্তবর্তী অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় অসহায় বানভাসি মানুষের কাছে হেলিকপ্টারযোগে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। 

শরিফুল ইসলাম জানান, সিলেটের সুনামগঞ্জ জেলার দুর্গম সীমান্তবর্তী অঞ্চলে হেলিকপ্টার দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণ নিয়ে যাওয়া হয়। জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে হেলিকপ্টার থেকে সরাসরি না ফেলে তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী টেকেরহাট ও চানঁপুর এলাকার বন্যাদুর্গত ১ হাজারটি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। 

শরিফুল ইসলাম আরও জানান, সারা দেশে বিজিবি কর্তৃক বন্যাদুর্গত অসহায় জনগোষ্ঠীর উদ্ধার এবং বিজিবির অব্যাহত ত্রাণ তৎপরতা কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি সদর দপ্তর কর্তৃক আজকের এই হেলি মিশন পরিচালনা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় জনগোষ্ঠীর উদ্ধার তৎপরতা ও তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি। 

এছাড়া বৃহস্পতিবার সারা দিন বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১ হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার ২০০টি পরিবার, বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকার বন্যাদুর্গত ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপশাখা কর্তৃক ধরলা নদীর পার সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিজিবির এই জনসংযোগ কর্মকর্তা আরও জানান, গত ১৭ জুন থেকে ২৩ তারিখ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় আটকে পরা প্রায় ২ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বিজিবি। এ সময়ে বন্যাদুর্গত এলাকার ৭ হাজার ৯৪২টি পরিবারের মাঝে শুকনো ত্রাণসামগ্রী বিতরণ, ৪ হাজার ২৫০ জনকে রান্না করা খাবার এবং ৬ হাজার ৯০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত এলাকার আড়াই হাজারে বেশি মানুষকে জরুরি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করেছে বিজিবি। 

সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে। যেকোনো জরুরি প্রয়োজনে উল্লেখিত নম্বরে যোগাযোগ করলেই বিজিবির সহায়তা পাওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত