Ajker Patrika

মেস থেকে এমসি কলেজের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৫: ০২
মেস থেকে এমসি কলেজের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে মেস থেকে সৌরভ দাশ রাহুল নামে এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নগরীর পাঠানটুলা গোয়াবাড়ী মোহনা আবাসিক এলাকার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সৌরভ সুনামগঞ্জের দিরাই শাল্লা খেরুয়াল গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও সহপাঠী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সৌরভ বন্ধুদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত তাঁর কক্ষে মোবাইল চালান। এরপর সহপাঠীরা যে যাঁর মতো ঘুমাতে যান। সকালে মেসের বাইরে থেকে জানালা দিয়ে সৌরভের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মেস কর্তৃপক্ষকে খবর দেন এক সহপাঠী। পরে কর্তৃপক্ষ জালালাবাদ থানার পুলিশকে বিষয়টি জানান। 

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মামুন জানান, কী কারণে মারা গেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত