Ajker Patrika

অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৪, ১১: ১৮
Thumbnail image

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে।’

নিহত কিশোরের নাম মো. ইয়াছির আরাফাত। সে দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুরের ছেলে। 

নিহতের চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের নেতা মামুনুর রশিদ মাসুম জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দরবস্ত বাজর থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত-চতুল সড়কের খাদ্যগুদামের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী ইয়াছির আরাফাত। 

মামুনুর রশিদ আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইয়াছির আরাফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টা ৪৫ মিনিটের দিকে সে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত