Ajker Patrika

লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক শরীফুল হত্যা মামলার প্রধান আসামি ওসমান গণিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শনিবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমানের (৩৪) বাড়ি কুমিল্লা জেলার মনোহগঞ্জ থানার বচরই এলাকায়। তিনি ঢাকায় ব্যবসা করতেন। 

র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) আব্দুল্লাহ আল নোমান বলেন, গত ২৫ আগস্ট শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের বিষ্টি বিলাসে ওঠেন শরীফুল ইসলাম, ওসমান গনি ও অন্য আসামিরা। ২৭ আগস্ট ওসমান গণি গং শরীফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে এবং শফিকুলের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ ঘটনায় গত ৩০ আগস্ট শান্ত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা-পুলিশ। এর একমাস পর আজ শনিবার আটক হয় মূল আসামি ওসমান গণি। র‍্যাব জানায় ধৃত ওসমান গনিকে শনিবার বিকেলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। 

 এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শরীফুলকে হত্যা করে। ওসমান গনির আত্মীয় শাহীন নামে এক যুবক ঢাকায় হত্যার শিকার হন। তাদের ধারণা শাহীনকে হত্যায় শরিফুল জড়িত। এই হত্যার প্রতিশোধ নিতে তারা ওসমান গনিকে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে বেড়াতে আসে। সেখানে শরীফুলকে প্রচুর পরিমান মদ্যপান করিয়ে একটি কাঠের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত