হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে শিম নিয়ে দুই ব্যবসায়ীর দর-কষাকষি থেকে ৫ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছেন। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের নন্দনপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ দুপুরে বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের আরশ উদ্দিনের ছেলে ও ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছ থেকে একই উপজেলার কাজীহাটা গ্রামের ফিরোজ শাহর ছেলে মো. জিতু মিয়া শিম কিনতে দর-কষাকষি থেকে কথা–কাটাকাটি হয়। এ থেকে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
এরপর চন্দনিয়া ও কাজীহাটা গ্রামের লোকজন দুজনের পক্ষ নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষে আহত কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইমন মিয়া (১৯), আসলাম উদ্দিন (৭৫), দুলাল মিয়া (২৪), দেলোয়ার হোসেন (২৫), আরশ উদ্দিন (৬৫,) শাকিল মিয়া (২৭), আলাল উদ্দিন (৭০), সাহেদ মিয়া (৩৫), ফয়সাল মিয়া (১৮), শফিবুল্লাহ (৬০), আবিদ মিয়া (৩০), মকসুদ মিয়া (৪৮), এখলাছ মিয়া (৬০), জাহাঙ্গীর মিয়া (৫০), রজব আলী (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা ফারহিন শিথিলা বলেন, প্রায় অর্ধশতাধিক লোকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় মকসুদ মিয়া, এখলাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, রজব আলী নামের চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জের বাহুবলে শিম নিয়ে দুই ব্যবসায়ীর দর-কষাকষি থেকে ৫ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছেন। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের নন্দনপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ দুপুরে বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের আরশ উদ্দিনের ছেলে ও ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছ থেকে একই উপজেলার কাজীহাটা গ্রামের ফিরোজ শাহর ছেলে মো. জিতু মিয়া শিম কিনতে দর-কষাকষি থেকে কথা–কাটাকাটি হয়। এ থেকে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
এরপর চন্দনিয়া ও কাজীহাটা গ্রামের লোকজন দুজনের পক্ষ নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষে আহত কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইমন মিয়া (১৯), আসলাম উদ্দিন (৭৫), দুলাল মিয়া (২৪), দেলোয়ার হোসেন (২৫), আরশ উদ্দিন (৬৫,) শাকিল মিয়া (২৭), আলাল উদ্দিন (৭০), সাহেদ মিয়া (৩৫), ফয়সাল মিয়া (১৮), শফিবুল্লাহ (৬০), আবিদ মিয়া (৩০), মকসুদ মিয়া (৪৮), এখলাছ মিয়া (৬০), জাহাঙ্গীর মিয়া (৫০), রজব আলী (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা ফারহিন শিথিলা বলেন, প্রায় অর্ধশতাধিক লোকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় মকসুদ মিয়া, এখলাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, রজব আলী নামের চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে