সিলেট প্রতিনিধি
আবাসিকে গ্যাস-সংযোগ আর কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস দেওয়া সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব হলে আমি ঢাকাতেও বাসাবাড়ির গ্যাস বন্ধ করে দিতাম।’
আজ শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গ্যাস সবচেয়ে আন-অফিশিয়াল ব্যবহৃত হয় আবাসিকে। শিল্পকারখানায় যখন গ্যাসের ঘাটতি, বিদ্যুৎ উৎপাদনের জন্য যখন গ্যাস মেলে না, তখন বাসাবাড়িতে গ্যাস ব্যবহার আসলে একপ্রকার অপচয়। এতে যে ব্যয় হয়, তার সঙ্গে গ্যাস বিক্রির অর্থের বিস্তর ফারাক।’
তিনি আরও বলেন, ‘যেখানে গ্যাস উৎপাদিত হয়, সেসব এলাকায় আমরা স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিচ্ছি। বেসরকারি সিলিন্ডার যেখানে ১ হাজার ৪৫৬ টাকা, সেখানে আমরা দিচ্ছি ৮০০ টাকায়। এটা আমরা এখনই চালু করব। ভবিষ্যতে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ আর দেওয়া হবে না।’
উপদেষ্টা জানান, একসময় দেশে গ্যাসের ব্যবহার ছিল না বলেই আবাসিকে সংযোগ দেওয়া হয়েছিল। এখন এলপিজির ব্যবহার বেড়েছে এবং সরকার এর দাম কমানোর চেষ্টা করছে। বাসাবাড়িতে এলপিজি ও শিল্প খাতে পাইপলাইনের গ্যাস ব্যবহারের দিকেই যাবে সরকার।
এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার কৈলাসটিলা গ্যাসফিল্ডের ৭ নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ ও ১ নম্বর কূপের ওয়ার্কওভারের রিগপ্যাড পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘এই কূপগুলোর পাশ থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে। সিলেটের দুটি গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে মোট ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আরও একটি কূপ খনন করা হবে, কাজ চলছে। আশা করছি, সেখান থেকেও ৬-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।’
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন, কৈলাসটিলা গ্যাসফিল্ডের ডিজিএম ফারুক আহমদ, এমএসটি প্ল্যান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আবাসিকে গ্যাস-সংযোগ আর কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস দেওয়া সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব হলে আমি ঢাকাতেও বাসাবাড়ির গ্যাস বন্ধ করে দিতাম।’
আজ শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গ্যাস সবচেয়ে আন-অফিশিয়াল ব্যবহৃত হয় আবাসিকে। শিল্পকারখানায় যখন গ্যাসের ঘাটতি, বিদ্যুৎ উৎপাদনের জন্য যখন গ্যাস মেলে না, তখন বাসাবাড়িতে গ্যাস ব্যবহার আসলে একপ্রকার অপচয়। এতে যে ব্যয় হয়, তার সঙ্গে গ্যাস বিক্রির অর্থের বিস্তর ফারাক।’
তিনি আরও বলেন, ‘যেখানে গ্যাস উৎপাদিত হয়, সেসব এলাকায় আমরা স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিচ্ছি। বেসরকারি সিলিন্ডার যেখানে ১ হাজার ৪৫৬ টাকা, সেখানে আমরা দিচ্ছি ৮০০ টাকায়। এটা আমরা এখনই চালু করব। ভবিষ্যতে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ আর দেওয়া হবে না।’
উপদেষ্টা জানান, একসময় দেশে গ্যাসের ব্যবহার ছিল না বলেই আবাসিকে সংযোগ দেওয়া হয়েছিল। এখন এলপিজির ব্যবহার বেড়েছে এবং সরকার এর দাম কমানোর চেষ্টা করছে। বাসাবাড়িতে এলপিজি ও শিল্প খাতে পাইপলাইনের গ্যাস ব্যবহারের দিকেই যাবে সরকার।
এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার কৈলাসটিলা গ্যাসফিল্ডের ৭ নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ ও ১ নম্বর কূপের ওয়ার্কওভারের রিগপ্যাড পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘এই কূপগুলোর পাশ থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে। সিলেটের দুটি গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে মোট ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আরও একটি কূপ খনন করা হবে, কাজ চলছে। আশা করছি, সেখান থেকেও ৬-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।’
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন, কৈলাসটিলা গ্যাসফিল্ডের ডিজিএম ফারুক আহমদ, এমএসটি প্ল্যান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
২০ মিনিট আগেনিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুড়ি-সিঙারা বিক্রি করতেন।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের
১ ঘণ্টা আগে