Ajker Patrika

বালুবাহী ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০২
Thumbnail image

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক বালুবাহী একটি ট্রাক থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। একটি ট্রাকে কৌশলে বালুর নিচে বিভিন্ন ধরনের ভারতীয় বিস্কুট ও চকলেট নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দক্ষিণ সুরমা থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মো. মহি উদ্দিন (২৮) ও পাবনা জেলার আসাদ আলী (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার ও পণ্য উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় নয় লাখ টাকা। এই অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, `গ্রেপ্তারকৃতরা কৌশলে ট্রাকে বালুর নিচে করে ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিল। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করি। এ সময় হেফাজত থেকে একটি ট্রাকসহ আনুমানিক নয় লাখ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি) রুজু করা হয়েছে। মামলা নম্বর ২৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত