Ajker Patrika

প্রচণ্ড গরমে বাজারে মাথা ঘুরে পড়ে গেলেন দিনমজুর, ফার্মেসিতে নিতে নিতেই মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২২: ০৪
প্রচণ্ড গরমে বাজারে মাথা ঘুরে পড়ে গেলেন দিনমজুর, ফার্মেসিতে নিতে নিতেই মৃত্যু

মৌলভীবাজারে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর বাজারে নারকেলগাছ পরিষ্কার করে ফেরার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত নুরুল মিয়া (৫০) মির্জাপুর ইউনিয়নের আটঘর বাজারের বশির মিয়ার ছেলে। 

নুরুল মিয়ার বড় ভাই লেচু মিয়া বলেন, ‘আমাকে প্রতিবেশী একজন ফোন দিয়ে বলেন আমার ভাই হিট স্ট্রোক করেছেন। খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে ছুটে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নিকটস্থ ফার্মেসিতে নিয়ে গেলে এখানে থাকা কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে আটঘর বাজারের পল্লিচিকিৎসক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার রৌশন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রচণ্ড গরম ছিল। সকাল সে তাপপ্রবাহের মধ্যে কাজ করে এখনে দুপুরের খাবার খেতে এসেছিল। কিন্তু কোনো কারণে সে খাবার না খেয়ে দোকানে এসে কোমল পানি এবং ধূমপান করে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হিট স্ট্রোক করেছে।’

নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আহমদ বলেন, ‘আমি ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্যকে তাদের বাড়িতে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত