Ajker Patrika

সিলেটে বিএনপির পদযাত্রার প্রতিবাদে যুবলীগের সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ০০
সিলেটে বিএনপির পদযাত্রার প্রতিবাদে যুবলীগের সভা

বিএনপির পদযাত্রার প্রতিবাদে সভা করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ। এ ছাড়া অপশক্তির বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে মহানগর আওয়ামী লীগ। 

আজ শনিবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। এ সময় মাসুক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির রাজনীতি বিনষ্ট করার জন্য যারা দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতি করবে তাঁদেরকে রাজপথেই প্রতিহত করা হবে। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না।’ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মফুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ কুমার ভট্টাচার্য, মো. সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু প্রমুখ। 

 সিলেট নগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরাএদিকে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদে। এ সময় আলম বলেন, ‘দেশব্যাপী বিএনপি-জামায়াত পদযাত্রার নামে সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর যে হামলা চালিয়ে যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাজনীতির আদর্শ হতে পারে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধ করতে সিলেটে যুবলীগের নেতা-কর্মীরা প্রস্তুত।’ 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সুবেদুর রহমান মুন্না, ফয়ছল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, সামসুদ্দিন সামছ, আনোয়ার আলী, তোফায়েল আহমদ তারেক, রুপম আহমদ, সুলতান মাহমুদ সাজু, রফিকুল ইসলাম, জুবের আহমদ, সঞ্জয় চৌধুরী, সাজলু লস্কর, দেওয়ান মুরাদ হাসান তারেক, সাহান আহমদ, ওবাদুল্লাহ ইসহাক, কাজী সাজু, জাকির আহমদ, মঞ্জুর আহমদ, মোসাদ্দেক নবী, সারোয়ার আহমদ চৌধুরী, হোসেন আহমদ চৌধুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত