Ajker Patrika

সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, সিসিটিভির ফুটেজ দেখে ৫ ছিনতাইকারী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ৪৯
সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, সিসিটিভির ফুটেজ দেখে ৫ ছিনতাইকারী শনাক্ত

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গোবিন্দ সুনামগঞ্জ সদর উপজেলার পরগাঁও গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় থাকতেন। 

এদিক ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে খুনের দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ ছিনতাইকারীকে শনাক্ত করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবার আলী শেখ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। আজ ভোরে নগরের আখালিয়া নতুন বাজার এলাকা থেকে সোবহানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ধোপাদিঘীরপাড় এলাকার সড়কে পৌঁছালে তাঁকে ছিনতাইকারীরা ধাওয়া করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মহানগর পুলিশের উপকমিশনার আজবার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করছি শিগগিরই খুনিদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত