Ajker Patrika

চোরাই চিনি ছিনতাইকালে ‘ছাত্রলীগের’ ৫ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৯: ৪৩
Thumbnail image

সিলেটে আবারও চিনি ছিনতাইয়ের সঙ্গে ছাত্রলীগের নাম জড়িয়েছে। এবার চোরাইপথে আসা সাত বস্তা চিনি ছিনতাইকালে পাঁচ ছাত্রলীগের কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সাতজনকে কারাগারে পাঠানো হয়। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলায় কোম্পানীগঞ্জ সড়কের কাকুরপার অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাঁদের আটক করা হয়। অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালান রোধে ও দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।

আটকে ব্যক্তিরা হলেন নগরের চৌখিদেখি ১৭৮/৫ বাসার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ (৩৮), খাসদবির বন্ধন ৪২/সি বাসার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়াক আহমদ রাজু (৩০), শাহী ঈদগাহ আবহাওয়া অফিসসংলগ্ন মানিক মিয়ার কলোনির ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম (৩৭), নগরের ইসলামপুর ৬১ নম্বর বাসার তোফায়েল আহমদের ছেলে লিটন (২৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুরের ইসকন্দর আলীর ছেলে ও নগরের চৌখিদেখি লিচুবাগান ১৮/২ বাসার বাসিন্দা জুয়েল আহমদ (২৯)। তাঁরা এলাকায় নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তবে সিলেট মহানগর ছাত্রলীগ বলেছে, তাঁরা ছাত্রলীগের কেউ নন। 

আর চোরাই চিনি বহনকারী সিএনজি অটোরিকশার চালকসহ আটক অন্য দুজন হলেন কোম্পানীগঞ্জের রাজাপুর খাগাইল এলাকার মঈন উদ্দিনের লায়েক (১৯) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি অটোরিকশায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই চিনি নিয়ে আসছিলেন রাসেল ও লায়েক নামে দুজন। পথে ঘটনাস্থলে আটক ব্যক্তিরাসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় এসএমপির বিমানবন্দর থানার টহল পুলিশ ছিনতাইয়ের চেষ্টাকারী পাঁচ যুবককে আটক করে। এ ছাড়া চোরাই চিনি বহনকারী অটোরিকশার চালকসহ দুজনকেও আটক করা হয়। 

তবে এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের কেউ না। আমরা তাঁদের চিনি না। অপরাধী যে–ই হোক, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’ 

এর আগে ৮ জুন বিয়ানীবাজারে যথাযথ প্রক্রিয়ায় সরকারিভাবে নিলামে কেনা বিপুল পরিমাণ চিনি গুদামে নিয়ে আসার পথে লুট করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায়ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম উঠে আসে। ইতিমধ্যে এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সহসভাপতির ফোনালাপ ভাইরালও হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত