Ajker Patrika

হবিগঞ্জে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে তিন গাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে তিন গাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে রাখে ডাকাত দল। শনিবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। এ সময় বানিয়াচং থানা-পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ডাকাতেরা গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর গাড়ি তিনটিতে ডাকাতি করে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতেরা দেড় লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত