Ajker Patrika

পারিবারিক কলহে সিলেটে বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা 

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯: ৪০
পারিবারিক কলহে সিলেটে বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যা 

পারিবারিক কলহে সিলেটের দক্ষিণ সুরমায় বালিশ চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছেন তা ছেলে। আজ সোমবার উপজেলার রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা হত্যাকারীকে (ছেলে) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নিহত ব্যক্তির নাম তপন মিয়া (৬৫), তিনি উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর ছেলেকেও আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বাবা তপন মিয়াকে বালিশ চাপা দেন ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত