Ajker Patrika

হবিগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৬

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৭: ৩২
হবিগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ যাত্রী আহত হয়েছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উয়াজিউল্লার ছেলে আনিসুর (২৫), আব্দুল মতিনের ছেলে আফজাল (৩০), রুকিনি দাসের ছেলে রমন দাস (৪০), আজমান উল্লাহর ছেলে শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুমের ছেলে মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তারের ছেলে তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলামের ছেলে মাহাফুজ (১১), আজিম উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলীর স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলামের স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিনের ছেলে শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলামের কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রামের মফিজ মিয়ার ছেলে হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমানের ছেলে আব্দুস সালাম (৪১) এবং ভোলা জেলার সুলতান খানের ছেলে পুত্র নিরব খান (৪৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত