কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় আহত হরিণকে জবাই করেছেন একদল যাত্রী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বন বিভাগের পক্ষ থেকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত বুধবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমে বস্তাবন্দী অবস্থায় জবাই করা হরিণটিকে জব্দ করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকাগামী কালনী ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এক পর্যায়ে বেশ কয়েকজনকে একটি হরিণের চার পা ধরে উল্টো করে ট্রেনে উঠাতে দেখা যায় ।
আতিকুর রহমান শিবলু নামের ওই ট্রেনের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া বনাঞ্চলে হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। মিনিট ছয়েক বন্ধ ছিল ট্রেনটি। একটু পরে দেখা যায়, একটি হরিণ জবাই করে কয়েকজন ট্রেনের দিকে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হরিণকে জবাই করার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি।’
লাউয়াছড়ায় ট্রেন থামার বিষয়ে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আহত হরিণকে জবাই করার ঘটনায় আমরা রেলওয়ে পুলিশের কাছে জিডি করেছি। যাঁরা হরিণ জবাই করেছেন তাঁদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় আহত হরিণকে জবাই করেছেন একদল যাত্রী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বন বিভাগের পক্ষ থেকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত বুধবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমে বস্তাবন্দী অবস্থায় জবাই করা হরিণটিকে জব্দ করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকাগামী কালনী ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এক পর্যায়ে বেশ কয়েকজনকে একটি হরিণের চার পা ধরে উল্টো করে ট্রেনে উঠাতে দেখা যায় ।
আতিকুর রহমান শিবলু নামের ওই ট্রেনের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া বনাঞ্চলে হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। মিনিট ছয়েক বন্ধ ছিল ট্রেনটি। একটু পরে দেখা যায়, একটি হরিণ জবাই করে কয়েকজন ট্রেনের দিকে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হরিণকে জবাই করার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি।’
লাউয়াছড়ায় ট্রেন থামার বিষয়ে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আহত হরিণকে জবাই করার ঘটনায় আমরা রেলওয়ে পুলিশের কাছে জিডি করেছি। যাঁরা হরিণ জবাই করেছেন তাঁদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
১২ মিনিট আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
১৬ মিনিট আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
২৫ মিনিট আগেশেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রায় প্রতিদিন ঘটছে অগ্নিকাণ্ড। মরে যাচ্ছে শাল-গজারি গাছের চারা। বনের কীটপতঙ্গ ও পশুপাখিও মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গুল্মজাতীয় ঔষধি লতাপাতা ও বনের গাছ। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
১ ঘণ্টা আগে