Ajker Patrika

জৈন্তাপুরে ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৫৯
Thumbnail image

জৈন্তাপুর মডেল থানার পুলিশের চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি পিকআপ জব্দ করা হয় ৷ অন্যদিকে রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ডিআই ট্রাক জব্দ করা হয় ৷ দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালকসহ চোরাকারবারিরা পালিয়ে যান ৷

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করি ৷ অভিযানে দুটি গাড়িসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি । এ বিষয়ে দুটি পৃথক মামলা করা হবে ৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত